চট্টগ্রামের আনোয়ারায় দাম নিয়ন্ত্রণে রাখতে গরুর মাংসের দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে তিন ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজার ও কাফকো এলাকায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিন এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিন জানান, মাংসের দাম বেশি রাখা ও মূল্য তালিকায় দাম প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও পশু জবাই এবং মাংসের মান নিয়ন্ত্রণ আইনে তিন মাংস ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, রাজধানী ঢাকায় গরুর মাংস ৫৯৫-৬০০ টাকায় বিক্রি হলেও আনোয়ারা উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা পর্যায়ে ৯০০-১০০০ টাকা দরে বিক্রি হচ্ছে এমন খবরে এ অভিযান চালানো হয়েছে। পরে অভিযানের খবর শুনে গরুর মাংস ৬০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
অভিযানে ভোক্তা পর্যায়ে মাংসের দাম যৌক্তিক রাখা এবং ঢাকার দাম ৫৯৫-৬০০ টাকার কমে মাংস বিক্রি করা, দামে কারসাজি না করা এবং মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন করার নির্দেশনা দেন ম্যাজিস্ট্রেট।
এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ পুলিশের একটি টিম অভিযানে সার্বিক সহযোগিতা করেন।