ঢাকা, মঙ্গলবার - ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

আকাশে চাঁদ-তারার বিরল দৃশ্য

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

এক ফালি চাঁদের নিচে দেখা গেছে একটি তারকা। চাঁদ-তারার এমন দৃশ্য বিরল উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানাজন নানা রকম মন্তব্য লিখছেন।

শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এমন দৃশ্য দেখেছেন।

আকাশে এমন দৃশ্য দেখে কেউ এটিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছেন, কেউ আবার বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সংজ্ঞা তুলে ধরেছেন। কেউ লিখছেন কবিতা।

আরও পড়ুন  সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!

লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম লিখেছেন, ‘চাঁদ ও তারা একই কক্ষপথে। এটা কিসের নিদর্শন?’

চাঁদের নিচে যে উজ্জ্বল শুকতারা দেখা গেছে, তা হলো শুক্রগ্রহ। একে সন্ধ্যাতারাও বলা হয়। বাংলাদেশসহ পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গা থেকেই চাঁদ-শুকতারার বিরল এই দৃশ্য দেখা গেছে।

কলকাতার ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি স্পেস অ্যান্ড আর্থ সায়েন্সের ডিরেক্টর দেবী প্রসাদ দুয়ারী জানিয়েছেন, নিজের কক্ষপথে চলতে চলতে এভাবে গ্রহ বা নক্ষত্রের অবস্থান বদলায়। এটা তেমনই একটি ঘটনা। তাই আবার কবে দেখা যাবে, তা বলা সম্ভব নয়।

আরও পড়ুন  শাকিব অনুমতি দিলে ঈদে দেখা মিলবে অপুর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. শিমুল সরদার লেখেন, আজ চাঁদ ও শুক্র গ্রহ একইসাথে (আকাশে চাঁদ ও ভেনাস একত্রে হয়ে গেছে) তাই চাঁদের মাঝ বরাবর নিচে তারাটি দেখা যাচ্ছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ