সরকারের পদত্যাগ, নিরপেক্ষর সরকারে অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে সারাদেশে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকা জেলা ছাড়া দেশের বাকি জেলাগুলোয় এ পদযাত্রা অনুষ্ঠিত হবে। পদযাত্রা নেতৃত্ব দিতে ইতোমধ্যে ঢাকা থেকে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের ১০ টিম ১০টি সাংগঠনিক বিভাগে পৌঁছে গেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ১০ টিমে ৬৭ জন নেতা ৬৭টি সাংগঠনিক জেলায় পদযাত্রার নেতৃত্ব দেবেন।
ঢাকা জেলা ছাড়া দেশের বাকি জেলাগুলোয় আগামীকাল পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। ঢাকায় এ কর্মসূচি রবিবার পালন করা হবে।
বিএনপি ছাড়াও দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গী কয়েকটি দল কাল শনিবার কয়েটি বিভাগে পদযাত্রা করবে। এর মধ্যে সিলেটে গণফোরাম ও পিপলস পার্টি বেলা ৩টায় পদযাত্রা করবে।