ঢাকা, শুক্রবার - ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ ঢাকায় আসছেন সৌরভ গাঙ্গুলি

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আজ ঢাকায় আসছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র কাপের উদ্বোধন করবেন তিনি।

তবে তিনি মূলত একটি ব্যাংকের প্রচারণায় অংশ নেয়ার জন্য ঢাকায় পাড়ি জমাচ্ছেন। ভারতের এই সাবেক অধিনায়কের সঙ্গে তার স্ত্রী ডোনা গাঙ্গুলিও থাকার কথা রয়েছে।

বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসির মেয়র কাপের আয়োজকরা।

আরও পড়ুন  পারমাণবিক জ্বালানি আমদানি ও সংরক্ষণের অনুমোদন পেল বাংলাদেশ

আয়োজকরা জানায়, এদিন বিকেল ৩টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ডিএনসিসি মেয়র কাপ টুর্নামেন্টের উদ্বোধন করবেন ভারতীয় ক্রিকেট দলের এই সাবেক ওপেনার। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় ব্যাংকের প্রচারণামূলক অনুষ্ঠানে যোগ দেবেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ