ঢাকা, মঙ্গলবার - ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ পবিত্র শবে বরাত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বছর ঘুরে পৃথিবীতে ফের হাজির বরকতময় রজনী শবে বরাত।

পবিত্র হাদিস থেকে উদ্ধৃত করে ইমামরা বলছেন, এই রাতে নফল ইবাদাত, কোরআন তিলাওয়াত, জিকির আসগারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার উত্তম ক্ষণ। ইবাদাত ও দান সদকার পাশাপাশি স্বজনদের কবর জিয়ারতের পরামর্শও দেন ইমামরা।

শবে বরাতকে বলা হয় ভাগ্য ও মুক্তির রজনী। শাবান মাসের ১৪ তারিখ রাতটি মুসলমানদের ইবাদতের মাধ্যমে অতিবাহিত করার তাগিদ আছে হাদিস শরীফে।

আরও পড়ুন  'মোখা' মূল আঘাত হানবে মিয়ানমারে, ঝুঁকি কমেছে বাংলাদেশের

এছাড়াও পরের দিন নফল রোজা, দান সদকার কথাও উল্লেখ আছে। এ রাতে বান্দার ফরিয়াদ শোনার জন্য আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন।

এই রাতে আলোকসজ্জা ও খাবার তৈরিতে অতিরিক্ত সময় ব্যয় না করে ইবাদাতের পরামর্শ দিয়েছেন খতিবরা। রমজানের ইবাদতের প্রস্তুতি গ্রহণ করতেও শবে রবাত মুসল্লিদের জন্য তাৎপর্যপূর্ণ।

সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত বিস্তৃত থাকে শবে বরাতের ফজিলত। এই রাতে প্রিয়জনের কবরের পাশে দোয়া মোনাজাতেরও পরামর্শ দিচ্ছেন আলেমরা।

আরও পড়ুন  ৯ ডিসেম্বর ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ট্যাগঃ

আলোচিত সংবাদ