ঢাকা, বৃহস্পতিবার - ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আদালতে আত্মসমর্পণ করতে নিউইয়র্কে ট্রাম্প

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সাবেক পর্নো তারকাকে ঘুষ দেয়ার মামলায় অভিযুক্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডা থেকে নিউইয়র্ক যাচ্ছেন। সেখানে মঙ্গলবার ফৌজদারি আদালতে হাজিরা দেবেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানায় সোমবার (৩ এপ্রিল) ফ্লোরিডার রিসোর্ট ছেড়ে নিউইয়র্কে যাত্রা শুরু করেছেন ট্রাম্প।

মঙ্গলবার (৪ এপ্রিল) নিউইয়র্কের ম্যানহাটানের আদালতে হাজিরা দেবেন তিনি। ট্রাম্পের হাজিরাকে কেন্দ্র করে পুরো আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন  'সংসদ নেতা মোদি, বিরোধী নেতার আসনে কী রাহুল'

নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল অ্যাপে ট্রাম্প লিখেছেন, সোমবার মার-আ-ল্যাগো ত্যাগ করে নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারের উদ্দেশে রওনা করব। মঙ্গলবার সকালে আমি আদালতে যাব। এমনটা হওয়ার কথা ছিল না যুক্তরাষ্ট্র।

এদিকে নিউইয়র্কের ম্যানহাটন এলাকায় ট্রাম্প অর্গানাইজেশনের সদর দপ্তর ট্রাম্প টাওয়ারে সোমবার রাত কাটাবেন ট্রাম্প। তাঁর সমর্থকদের সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে আদালত ও ট্রাম্প টাওয়ার ঘিরে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন  শ্রীলঙ্কাকে ৭০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

সাবেক পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় গত বৃহস্পতিবার ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন ট্রাম্প। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে স্টরমি ড্যানিয়েলসের সঙ্গে তাঁর যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল। যদিও শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।

ট্যাগঃ