ঢাকা, বৃহস্পতিবার - ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আন্দরকিল্লায় আগুন, একজনের মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকার একটি মার্কেটে আগুন লেগে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে সিরাজুদ্দৌলা রোডের সমবায় মার্কেটের টিনশেড দোকানঘরে আগুন লাগে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

একটি দোকানের ভেতর থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হলেও তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন  চট্টগ্রাম-৫ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আনিসুল ইসলাম মাহমুদ

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ বলেন, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।

কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবীর বলেন, সমবায়ের একতলা টিনশেড মার্কেটের লেদ মেশিনের দোকানে আগুন লাগে বলে জেনেছি। আগুন দ্রুতই পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। সেখানে কেমিকেলের দোকানও রয়েছে।

আরও পড়ুন  ‘টাইগারপাস-সিআরবি'র শতবর্ষী গাছ কাটবে সিডিএ, পরিবেশকর্মীদের 'না'

মার্কেটের আলম ইঞ্জিনিয়ারিং নামের লেদ মেশিনের দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

কীভাবে আগুন লাগল এবং ক্ষয়ক্ষতি কতটা হলো তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দকাননের তিনটি স্টেশনের পাঁচটি ইউনিট কাজ করছে।

নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, নগরীর আন্দরকিল্লায় একটি মার্কেটে আগুন লাগার খবর পেয়ে আমাদের দু’টি টিম কাজ করছে। এছাড়া আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকেও টিম এসেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

আরও পড়ুন  বায়েজিদ অক্সিজেনে ট্রাফিক পুলিশের অভিযান, ১৮ গাড়ি জব্দ

ট্যাগঃ