ঢাকা, শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

আবারও পুলিশের হাতে সাংবাদিক লাঞ্ছিত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীতে আবারও পুলিশের হাতে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। থানার সামনে মোটরসাইকেল রাখায় ক্ষিপ্ত হয়ে এক সাংবাদিককে পুলিশের এক কর্তা ব্যক্তি কিলঘুষি মেরেছেন।

শুক্রবার (২৪ মার্চ) বিকেলে রাজধানীর চকবাজার থানা পুলিশের সহকারী পুলিশ কমিশনার-এসি জিয়ার হাতে লাঞ্ছিত হন সাংবাদিক মাহমুদ হোসেন অপু। তিনি অনলাইন নিউজ পোর্টাল ঢাকা ট্রিবিউনে ফটোসাংবাদিক হিসেবে কর্মরত।

আরও পড়ুন  রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় সংবাদকর্মী নিহত

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, এটা ভুল বোঝাবুঝি হয়েছে। পরে তাদের মিলিয়ে দেওয়া হয়।

ফটো সাংবাদিক মাহমুদ হোসেন অপু বলেন, চকবাজার থানার সামনে মোটরসাইকেল রাখা নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এসময় সিভিল পোশাকে এসি জিয়া এসেই আমার মুখে ঘুষি মারে। পরে অন্য পুলিশ সদস্যরা জিয়াকে সরিয়ে নিয়ে যায়।

আরও পড়ুন  সাইবার নিরাপত্তা আইনে সংবাদ মাধ্যমের কেউ হয়রানির শিকার হবেন না: আইনমন্ত্রী

সাংবাদিককে মারার বিষয়ে লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জাহিদ হাসান জিয়া বলেন, এটা সামান্য বিষয়। মোটরসাইকেল রাখা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। কিন্তু কারো গায়ে হাত তোলা হয়নি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ