ঢাকা, শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

আবারও বাবা হলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আবারও তৃতীয় কন্যা সন্তানের বাবা হলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

শুক্রবার (২৪ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এসে কন্যা সন্তানের বাবা হওয়ার কথা জানান তিনি। সেখানে নিজের মেয়ের নামও জানিয়েছে ফেসবুকের প্রতিষ্ঠাতা।

পোস্টে জাকারবার্গ লেখেন, বিশ্বে স্বাগতম, অরেলিয়া চ্যান জাকারবার্গ!

এর আগে বুধবার রাতে ফেসবুক ও ইনস্টাগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করেন জাকারবার্গ।

আরও পড়ুন  ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্য গুনতে হবে টাকা

মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যানের পরিচয় হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। ২০০৩ সালে প্রেমের সূত্রপাত হলেও একসঙ্গে থাকতে শুরু করেন ২০১০ থেকে। দু’বছর লিভ ইন সম্পর্কের পর দু’জনে বিয়ে করেন ২০১২ সালে। সে বছরই প্রিসিলা ডাক্তারি শিক্ষা সম্পন্ন করেন।

২০১৫-এ জন্ম হয় তাদের প্রথম সন্তানের ৷ বড় মেয়ের নাম তারা রাখেন ম্যাক্সিমা চ্যান জাকারবার্গ ও দ্বিতীয় মেয়ের নাম আগস্ট চ্যান জাকারবার্গ।

আরও পড়ুন  অনলাইনে ‘বাস্তবিক চুম্বনের’ অনুভূতি যন্ত্র আবিষ্কার করলো চীন

ট্যাগঃ

আলোচিত সংবাদ