একদিন আগেই কাচের দরজা ভেঙে মাথায় পড়ে গুরুতর আহত হন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। এরপর তাকে নিতে হয় হাসপাতালে। মাথায় দিতে হয় চার সেলাই। চিকিৎসা শেষে বাসায় বিশ্রামেই ছিলেন তিনি।
তবে আজ এই অবস্থাতেই দলীয় কর্মসূচিতে হাজির হয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
রবিবার (৫ মার্চ) দুপুরে ২৩ নম্বর পাঠানটুলি ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তিনি। পরে নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যও দেন আ জ ম নাছির।
শনিবার বিকেলে নগরীর একটি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম-৮ আসনের প্রয়াত এমপি মোছলেম উদ্দীন আহমেদের শোকসভা শেষে নেতাকর্মীদের হুড়োহুড়ির কারণে বের হওয়ার সময় দরজার কাচ ভেঙে আহত হন আ জ ম নাছির।আহত হওয়ার পরও তার এমন কার্যক্রমকে প্রশংসার চোখে দেখছেন নেতা-কর্মীরা। তারা বলছেন, আহত হওয়ার পর চাইলে তিনি বিশ্রামে থাকতে পারতেন। কিন্তু এরপরও পূর্বানির্ধারিত কর্মসূচি বাদ দেননি। এ থেকেই বোঝা যায় তিনি কতটা দল অন্তঃপ্রাণ।
আ জ ম নাছিরের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ গণমাধ্যমকে বলেন, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন এখন অনেকটাই সুস্থতার পথে। কিছুটা ভালো লাগায় তিনি পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিচ্ছেন।