ঢাকা, বুধবার - ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

ইসকন মন্দিরে হামলার ঘটনায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কিশোরগঞ্জের ভৈরবে ইসকন পরিচালিত একটি মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- হাসিবুল হাসান (২৮), প্রান্ত এবং মো. সানজিব। এর মধ্যে হাসিবুল পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সানজিব পাঠাগারবিষয়ক সম্পাদক এবং প্রান্ত উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

আরও পড়ুন  নির্বাচন গ্রহণযোগ্য না হলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হতে পারে বাংলাদেশ: ইসি আনিছুর

শুক্রবার রাণীবাজার হলুদপট্টি এলাকায় ইসকনের পরিচালিত ‘শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ’ মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই রাতে নির্মল কর্মকারের ছেলে প্রণয় কর্মকার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিন বলেন, ভিডিও ফুটেজ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  মনোনয়নপ্রত্যাশী ৩ হাজার ৩৬২ জন ডাক পেলেন গণভবনে

আলোচিত সংবাদ