ঢাকা, বুধবার - ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

উখিয়ায় প্রিজন ভ্যানে হামলা করে সন্ত্রাসী ছিনিয়ে নেয়ার অভিযোগ

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারের উখিয়া হাইওয়ে সড়কের টেকনাফগামী একটি কারারক্ষীর গাড়িতে হামলা করে ডাকাত কামাল হোসেনকে ছিনিয়ে নিল সন্ত্রাসী মুন্না বাহিনীর সদস্যরা। এ সময় শহিদুল ইসলাম নামে এক কারারক্ষী আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর) বিকাল ৫ টার দিকে কক্সবাজারের উখিয়া হাইওয়ে সড়কের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন।

আরও পড়ুন  চট্টগ্রামের কর্ণফুলীতে কয়েক কোটি টাকার স্বর্ণসহ আটক ৪

সূত্র জানায়, কক্সবাজার জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া ৩ রোহিঙ্গাকে কারারক্ষীদের জিম্মায় টেকনাফ মোচনী এপিবিএন ক্যাম্পে হস্তান্তরে যাওয়ার সময় কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্প এলাকা থেকে মাস্টার মুন্না গ্রুপের লোকজন কারারক্ষীর গাড়িতে হামলা করে গাড়িতে থাকা টেকনাফের মোচনী ক্যাম্পের অন্যতম সন্ত্রাসী ডাকাত কামালকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় শহিদুল ইসলাম নামক এক কারারক্ষী ও গাড়ি চালক হামলায় আহত হয়।

আরও পড়ুন  এনায়েত বাজার রানীর দীঘি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আরও জানা গেছে, ডাকাত কামাল ও মুন্না গ্রুপের মধ্যে মাদক লেনদেনের বিরোধীদের জেরে তাকে ছিনিয়ে নেওয়া হতে পারে। এ ঘটনার খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি এবং কারারক্ষীরা অন্য দুইজনকে নিয়ে টেকনাফ মোচনী ক্যাম্পে রওনা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, এ ঘটনায় কক্সবাজার জেলা কারারক্ষীর পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে।

আরও পড়ুন  রাঙ্গুনিয়ায় ‘কামাল বাহিনীর’ গুলিতে আহত ৫, নিহত ১

আলোচিত সংবাদ