ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় সেতুর উদ্বোধন হতে যাচ্ছে। কুলগাম জেলায় সেতু নির্মাণের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেতুটি আগামী মাসে যাত্রীদের জন্য উন্মুক্ত করা হবে বলে সম্প্রতি একজন কর্মকর্তা জানিয়েছেন।
কুলগাম জেলার চাম্বগুন্ড সেতুটি বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত হচ্ছে। এর ফলে ব্যাপকভাবে উপকৃত হবেন দক্ষিণ কাশ্মিরের বাসিন্দারা।
কুলগাম জেলার ঝিলম নদীর একটি প্রধান উপনদী বৈশা স্রোতের উপর চম্বগুন্ডে ৪০০ মিটার দীর্ঘ সেতুটি নির্মিত হচ্ছে। ওই কর্মকর্তা বলেছেন, এই সেতুর আনুমানিক ব্যয় ৩২ কোটি টাকা। সেতুর সাহায্যে লোকেরা তাদের দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে অনেক সুবিধা পাবে।
স্থানীয় বাসিন্দারা এই সেতু নির্মাণে খুশি। কারণ এর মাধ্যমে তাদের দৈনন্দিন জীবনের অনেক সমস্যার সমাধান হবে।
ডেপুটি কমিশনার কুলগাম বিলাল মহিউদ্দিন ভাট বলেন, কুলগাম জেলার চাম্বগুন্ড সেতু একটি বিশ্বব্যাংকের ইরা (অর্থনৈতিক পুনর্গঠন সংস্থা) প্রকল্প এবং সড়ক ও বিল্ডিং (আরএন্ডবি) প্রকল্পটি বাস্তবায়ন করছে। ৪০০ মিটার সেতুর মোট ব্যয় প্রায় ৩২ কোটি টাকা।
সেতুটি নির্মাণ করতে ১৮ মাস সময় লেগেছে। ডাবল লেনের সেতুটি খুব শিগগিরই চালু করা হবে বলে জানান তিনি। সেতুটি দক্ষিণ কাশ্মিরের কুলগাম জেলার অনেক গ্রামকে সংযুক্ত করবে।
সূত্র: এএনআই