ঢাকা, শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

উপজেলা চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে হামলা ও মারধর

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের চন্দনাইশে প্রচারণায় যাওয়ার পথে গতিরোধ করে চেয়ারম্যান প্রার্থীর প্রচারণার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাতবাড়িয়ার খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার রাত ৯টার দিকে ভুক্তভোগী চেয়ারম্যান প্রার্থীর সমর্থক নিবু বড়ুয়া বাদী হয়ে একজনের নাম উল্লেখ ও ১৫-১৬ জন অজ্ঞাতনামায় করে থানায় একটি এজাহার দায়ের করেন।

চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মো. জসীম উদ্দীন আহমেদ এর সমর্থক নিবু বড়ুয়া ওই গাড়িতে করে বড়ুয়া পাড়ার একটি উঠান বৈঠকে যাচ্ছিলেন বলে জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জসীম উদ্দীন আহমেদ।

যাওয়ার পথে মো. মামুনুর রশিদ মামুন নামে ঘোড়া প্রতীকের প্রার্থী আবু আহমেদ চৌধুরী জুনুর এক সমর্থকের নেতৃত্বে ১০-১৫ জন ৪টি মোটরসাইকেল ও ১টি সিএনজিযোগে গাড়ির গতিরোধ করে হামলা, গাড়ি ভাংচুর ও মারধর করে।

আরও পড়ুন  চট্টগ্রাম থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

এজাহার সূত্রে জানা যায়, শনিবার (১৮ মে) সন্ধ্যা ৭টার দিকে সমর্থক নিবু বড়ুয়া গাড়িতে করে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এর পক্ষে হাশিমপুর ইউনিয়নে বড়ুয়া পাড়া নির্বাচনী প্রচারণা শেষ করে সাতবাড়িয়া বড়ুয়া পাড়ার নির্বাচনের প্রচারণা উদ্দেশ্যে যাওয়ার সময় উপজেলার খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়া প্রতীকের প্রার্থী সমর্থক মো. মামুনুর রশিদ মামুনের হামলার শিকার হয়। এ সময় মামুনের নেতৃত্বে ৪টি মোটরসাইকেল ও ১টি সিএনজি যোগে অজ্ঞাতনামা ১৫/১৬ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের নোহা গাড়ির সামনে এসে গতিরোধ করে। মোটরসাইকেল ও সিএনজি থেকে নেমে প্রথমে গাড়ি ভাংচুর করে। যার ফলে গাড়ির বাম পাশের রেন সিট, সামনের গ্লাস ভেঙ্গে অনুমান ২৫ হাজার টাকা ক্ষতি সাধন করে।

মামুনের নেতৃত্বে অজ্ঞাতনামা ১৫/১৬ জন আমাকে গাড়ির দরজা খুলে অতর্কিতভাবে কিল, ঘুষি মারতে থাকে। ১নং বিবাদী আমাকে হত্যার উদ্দেশ্যে তার হাতে থাকা ধারালো ছুরি গলায় ধরে বলে যে “তুই আজকে থেকে মোটরসাইকেল প্রার্থী জসিম এর পক্ষে যদি প্রচারণা করস, তোর বাড়ির সকল সদস্যসহ বাড়ি জ্বালিয়ে দিয়ে হত্যা করবো এবং এই ঘটনার বিষয়টি যদি জসিম এবং থানা পুলিশকে বলস তাহলে আজকে রাতে তোদেরকে মেরে গুলি করে মেরে ফেলবো বলে হুমকি প্রদান করে। এক পর্যায়ে ১নং বিবাদী আমাকে শার্টের কলার ধরে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে সকল বিবাদীরা আমাকে লাঠি ও হকস্টিক দিয়ে এলোপাতাড়ি মারধর করিয়া শরীরে বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করে এবং আমার সাথে থাকা গাড়িতে বসা উপরোক্ত সাক্ষীকে সকল বিবাদীরা এই ঘটনার বিষয়ে সাক্ষী না দেওয়ার জন্য হুমকি প্রদান করে এবং গালে থাপ্পড় মারে। অজ্ঞাতনামা ১ জন বিবাদী আমার শার্টের পকেটে থাকা নগদ ২ হাজার ৫শত টাকা নিয়ে যায় এবং শার্টের পকেটে ছিঁড়ে ফেলে।

আরও পড়ুন  রাউজানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

পরবর্তীতে বিবাদীরা সাতবাড়িয়া বড়ুয়া পাড়া নির্বাচনী প্রচারণায় যেতে বাধা প্রদান করে এবং গাড়ি ঘুরিয়ে বাগিচাহাটের দিকে চলে যেতে বললে আমরা প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসে চিকিৎসা গ্রহন করি বলে এজাহারে বলা হয়।

অভিযুক্ত ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরী জুনু ঘটনার ব্যাপারে বলেন, এই মাত্র আপনার (প্রতিবেদক) কাছ থেকে শুনলাম। আমি এ বিষয়ে কিছুই জানি না।

আরও পড়ুন  আবাসিক হোটেল থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার

মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জসীম উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার সমর্থক নিবু বড়ুয়া ওপর হামলা ও গাড়ি ভাংচুর করেছে। আমার প্রতিদ্বন্দ্বী ঘোড়া চেয়ারম্যান প্রার্থী সমর্থকরা। এ ব্যাপারে থানায় এজাহার দায়ের করেছি।

চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা ঘটনার ব্যাপারে বলেন, থানায় একটি এজাহার পেয়েছি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোচিত সংবাদ