চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন এ কে খান মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ও চালক আহত হয়েছেন।
শনিবার (১৮ মার্চ) দুপুর সাড়ে বারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সাজ্জাদ (৩৬) জোরারগঞ্জ থানাধীন করেরহাট আদর্শ গ্রামের মো. শাহজাহানের ছেলে। আহত মাহমুদ (৪০) নগরীর বন্দর থানাধীন কাটগড় নিউ টাউন এলাকার নুরুল ইসলামের ছেলে।
তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
হাসপাতালে নিয়ে আসা পথচারী মঞ্জুর আলম বলেন, এ কে খান মোড় এলাকায় ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহীরা ছিটকে পড়েন। মোটরসাইকেলে থাকা যাত্রী মো.সাজ্জাদ মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। চালক ও আরোহীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ কে খান মোড়ে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে এক মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ২ জনকে হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে চমেক হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।