ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল পাকিস্তান।
মঙ্গলবার (১০ অক্টোবর) হায়দরাবাদে শ্রীলংকার দেয়া ৩৪৫ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেটে জিতেছে তারা।
কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার সেঞ্চুরিকে ম্লান করে দিয়ে জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানকে জেতান মোহাম্মদ রিজওয়ান ও আব্দুল্লাহ শফিক।
২০১১ সালে ভারতের চেন্নাইয়ে ইংল্যান্ডের ছুড়ে দেয়া ৩২৮ রান তাড়া করে জিতে ইতিহাস গড়ে আয়ারল্যান্ড। বিশ্বকাপে তিনশোর্ধ্ব রান তাড়া করে জয়ের আরো সাতটি নজির আছে, যার মধ্যে দুটি বাংলাদেশের। ২০১৯ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২২ রান ও ২০১৫ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। গতকাল সবাইকে ছাড়িয়ে গেল পাকিস্তান।
পাকিস্তানের এই অভাবনীয় জয়ের নায়ক রিজওয়ান ও শফিক। ৩৪৫ রান তাড়া করতে নেমে ৩৭ রানের মধ্যে ইমাম-উল-হক ও অধিনায়ক বাবর আজমকে হারায় পাকিস্তান। এরপর রিজওয়ান ও শফিক ১৫৬ বলে ১৭৬ রানের জুটিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ৯৭ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন শফিক। ওয়ানডেতে পাঁচ ম্যাচে এটা তার প্রথম সেঞ্চুরি। রিজওয়ানও সমান ৯৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। এটা তার তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি।
শফিক ১০৩ বলে ১০ বাউন্ডার ও তিন ছক্কায় ১১৩ রান করে মাথিসা পাথিরানার শিকার হন। ১২১ বলে আট বাউন্ডারি ও তিন ছক্কায় ১৩১ রানে অপরাজিত থাকেন রিজওয়ান।
শফিকের বিদায়ের পর চতুর্থ উইকেটে চাপের মুখে ৬৮ বলে ৯৫ রান করে পাকিস্তানকে জয়ের কাছাকাছি নিয়ে যান রিজওয়ান ও সৌদ শাকিল। ৩১ বলে ৩০ রান করে থিকসানার শিকার হন শাকিল। এরপর ইফতিখার আহমেদকে (১০ বলে ২২*) নিয়ে বাকি ৩৭ রান তুলে পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছাড়েন রিজওয়ান।এর আগে টস জিতে ব্যাটিং বেছে নেয়া সিংহলিজরা দুই সেঞ্চুরিতে সাড়ে তিনশর কাছাকাছি (৩৪৪/৯) সংগ্রহ পায়। দ্বিতীয় ওভারে দলীয় ৫ রানের সময় কুশল পেরেরাকে আউট করে পাকিস্তানকে দারুণ সূচনা এনে দেন পেসার হাসান আলী। যদিও পাকিস্তানিদের উদযাপনের আনন্দ খুব বেশিক্ষণ থাকেনি। এরপর কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার অনবদ্য ব্যাটিং হতাশ করতে থাকে বাবর আজমের দলকে। দুজন দ্বিতীয় উইকেটে ৯৫ বলে ১০২ রান যোগ করেন।
১৪ বাউন্ডারি ও ছয় ছক্কায় ৭৭ বলে ১২২ রানের ঝড়ো ইনিংস খেলে কুশল সাজঘরে ফেরেন। তিনি যার ওপর চড়াও হন সবচেয়ে বেশি, সেই হাসান আলীকে পরপর দুই ছক্কা মারার পর আউট হন।
কুশলের বিদায়র পর চারিথ আসালঙ্কা খুব বেশি সময় সঙ্গ দিতে পারেননি সামারাবিক্রমাকে। এরপর ধনাঞ্জয়া ডি সিলভাকে নিয়ে ৬৫ ও অধিনায়ক দাসুন শানাকাকে নিয়ে ৩০ রান যোগ করে দলের সংগ্রহ তিনশ পার করার তিনি। এ পথে মাত্র ৮২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সামারাবিক্রমা। ওয়ানডেতে এটাই তার প্রথম সেঞ্চুরি। ৮৯ বলে ১০৮ রান করে তিনি হাসান আলীর শিকার হন। ১১টি বাউন্ডার ও দুই ছক্কায় ইনিংস সাজান সামারাবিক্রমা। হাসান আলী ৭১ রান চারটি ও হারিস রউফ ৬৪ রানে দুটি উইকেট নেন।
এটা চলতি বিশ্বকাপে পাকিস্তানের দ্বিতীয় জয়। তারা প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারায়। আর দক্ষিণ আফ্রিকার কাছে গুঁড়িয়ে যাওয়া সিংহলিজরা এবার পাকিস্তানের কাছেও হারল।