ঢাকা, শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘হামুন’, নিহত ৩

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঘূর্ণিঝড় হামুনের আঘাতে কক্সবাজারের পাহাড়তলী, মহেশখালী ও চকরিয়ায় ৩ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। ঝড়ের কারণে অনেকে জায়গায় উপড়ে পড়েছে গাছ। বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেক এলাকা।

কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে ঘূর্ণিঝড় হামুন কক্সবাজার উপকূলে আঘাত হানে। এর প্রভাবে জেলায় শুরু হয় ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাস।

আরও পড়ুন  চট্টগ্রামে বিএনপি'র কার্যালয়ে হামলা-ভাঙচুর: মামলা না নেওয়ার অভিযোগ

ঝড়ের তাণ্ডবে শহরের বিভিন্ন এলাকায় সড়কে উপড়ে পড়ে গাছ। অনেক এলাকা হয়ে পড়ে বিদ্যুৎহীন। পাহাড়তলীতে দেয়াল চাপায় এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়।

এদিকে, মহেশখালীতে গাছ চাপায় একজন মারা যান। এছাড়া চকরিয়ার বদরখালিতে একইভাবে আরেকজনের মৃত্যু হয়।

তবে ঝড় মোকাবিলায় আগেই ৫৭৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখে জেলা প্রশাসন। ঝড়ের পরবর্তী উদ্ধার কাজ করছে পৌর কর্তৃপক্ষ।

আরও পড়ুন  আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

ট্যাগঃ