কক্সবাজারের হোটেল সি আলিফ থেকে সোমা দে ও মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুলাল বিশ্বাসকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে তাকে চট্টগ্রাম থেকে আটক করা হয়।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন এ তথ্য জানিয়েছেন।
মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, মরদেহ উদ্ধারের সময় থেকে পলাতক ছিলেন দুলাল বিশ্বাস। এ নিয়ে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সাহায্যে তাকে চট্টগ্রাম থেকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
এর আগে গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে হোটেলটির ৪১১ নম্বর কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, সোমা দে (৩৫) ও তার দেড় বছর বয়সী মেয়ে। তাদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাজমুল হুদা জানান, গত মঙ্গলবার এক মেয়ে ও দুই ছেলেসহ স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেল রুম নেন দুলাল ও সোমা। এরপর তারা কক্সবাজার শহরে ঘুরে বেড়ান। শুক্রবার সকালে হঠাৎ তাদের রুমে হোটেল বয় গিয়ে দেখেন মা-মেয়ের মরদেহ পড়ে আছে। পরে হোটেল কর্তৃপক্ষ জরুরি সেবা নম্বরে ৯৯৯ ফোন দিয়ে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর দুই ছেলেকে নিয়ে পালিয়ে যান স্বামী পরিচয় দেয়া দুলাল।