কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া বাজারে এক হোটেল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা।
রবিবার (২৬ মার্চ) এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীর নাম শফিকুল ইসলাম বয়স (৪০)। তিনি হোটেল মোটেল ব্যবসায়ী।
জানা গেছে শফিকুল ইসলাম খরুলিয়া বাজারে আসলে সশস্ত্র সন্ত্রাসীরা তাকে ঘিরে ফেলে এবং ছুরিকাঘাত করে পকেটে থাকা দুই লাখ টাকা ছিনেয়ে নেয়। এসময় তাকে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে মাথায়, কোমরে আঘাত করে এবং ছুরি চালিয়ে বুকে পিঠে মারাত্মক জখম করে।
আহত শফিকুলকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা শংকামুক্ত নয়।
তাকে ২৪ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে বলে জানান চিকিৎসকরা।
এদিকে আহত শফিকুল ইসলাম বাদী হয়ে সরওয়ার ও তার সহোদর শফিকসহ অজ্ঞাত আরও দুই জনকে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের করেছেন। দায়েরকৃত এজাহারে উল্লেখ করা হয়েছে হামলাকারীরা সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী খুনি, অপহরণকারী ছিনতাইকারী ও মাদক মামলার আসামি।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) নাজমুল হক জানিয়েছেন, এ বিষয়ে থানায় একটি এজাহার দেয়া হয়েছে। আসল বিষয় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।