ঢাকা, সোমবার - ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজারে ৩ কেজি আইসসহ মিয়ানমারের ২ নাগরিক আটক

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারের টেকনাফে ৩ কেজি ১শ’ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ মিয়ানমারের দুইজন নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩১ মে) সকালে বিজিবি সদর দপ্তরের মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলেন- মো. আলম (১৯) এবং মো. আয়াছ (২১)। তারা দুজনই মিয়ানমারের মংডু জেলা সদরের মুন্নিপাড়া গ্রামের বাসিন্দা।

মিডিয়া উইং জানায়, বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ৩০ মে বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের একটি চোরাচালান প্রতিরোধী টহলদল মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন নোয়াখালীপাড়ায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়।

আরও পড়ুন  হামাসকে জিম্মিদের মুক্তি দিতে হবে, তারপর যুদ্ধবিরতি: বাইডেন

এরপর আনুমানিক বিকেল সাড়ে ৫ টার সময় শাহপরীরদ্বীপ হতে হাজমপাড়াগামী একটি সিএনজি চেকপোস্টের কাছে আসলে, সেটিতে তল্লাশী চালিয়ে দুই যাত্রীর হাতে থাকা ব্যাগ থেকে ৩ কেজি ১শ’ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। এ সময়  দুইজনকেই আটক করা হয়।

আটককৃতদের নামে টেকনাফ মডেল থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।