ঢাকা, শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে কিশোরী ধর্ষর্ণের অভিযোগ, যুবক আটক

নাছির উদ্দীন মুন্না (২২)। ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের কর্ণফুলীতে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নাছির উদ্দীন মুন্না (২২) নামে এক যুবককে স্থানীয় লোকজন হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

মঙ্গলবার (১৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কর্ণফুলীর চরপাথরঘাটার খোয়াজনগর ৪ নম্বর ওয়ার্ড কেন্দুয়ার গোষ্ঠি বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ এবং স্থানীয় ইউপি সদস্য মো. তাহের।

কিশোরীকে ধর্ষণের খবর পেয়ে থানা ওসির নির্দেশে কর্ণফুলী থানা পুলিশের এসআই মো. কামরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর আগেই স্থানীয় লোকজন বাড়িটি ঘিরে ধর্ষক ও কিশোরীকে আটক করেন।

আরও পড়ুন  মন্দির সংস্কার করতে গিয়ে কারাগারে ৪ যুবক

স্থানীয় সূত্রে ও তথ্যে জানা যায়, কিশোরীর বয়স ১৬ বছর ৪ মাস ১৮ দিন। ধর্ষক নাছির উদ্দীন মুন্নার বয়স ২২ বছর ১ মাস ৪ দিন। কিশোরীর পরিবারের স্থায়ী ঠিকানা চাঁদপুর জেলার গোয়ালনগর ইউনিয়নের ধলিয়ারচর হলেও, বর্তমানে তারা খোয়াজনগর গ্রামে বসবাস করছেন।

ধর্ষকের স্থায়ী ঠিকানা নোয়াখালী জেলায় হলেও, তার পরিচয়পত্রে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন পশ্চিম ষোলশহর হামজারবাগ কলোনীর ঠিকানা উল্লেখ রয়েছে। কিশোরী ও যুবকের পরিচয়পত্রে একই ঠিকানা।

আরও পড়ুন  ডা. শাহাদাত হোসেন চসিক মেয়র

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ১টার দিকে কিশোরীর পরিবারের কেউ বাসায় ছিল না। কিশোরীর মা বড় বোনের বাসায় গিয়েছিলেন। এ সুযোগে যুবক বাড়িতে প্রবেশ করেন।

স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের আটক করে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকের পরিবারকে খবর দিলে তারা আসতে অস্বীকৃতি জানায়। কিশোরীর বয়স কম হওয়ায় এবং নানা জটিলতা বিবেচনায় স্থানীয় জনতা যুবককে পুলিশের হাতে তুলে দেন। ইউপি সদস্য মো. তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ৮ ইউপি সদস্যের অভিযোগ

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক যুবককে স্থানীয় লোকজন আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। বর্তমানে থানায় রয়েছে দুজনেই। আমরা বিষয়টি আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেব।

পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে জানান।

এই ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

আলোচিত সংবাদ