পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ভালো কাজের পুরুষ্কার পেল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপির) ট্রাফিক উত্তর বিভাগের ৫ সার্জেন্ট।
বুধবার (১৫ মার্চ) ট্রাফিক উত্তর বিভাগ কার্যালয়ে উপ- পুলিশ কমিশনার জয়নুল আবেদীন তাদের পুরুষ্কৃত করেন।
এসময় মুরাদপুর এলাকার টিআই এম. ইসরাফিল মজুমদার ও মোহরা এলাকার টিআই মোশারফ হোসেনকে সিএমপির অন্য বিভাগে বদলি হওয়ায় বিদায় সংবর্ধনা ও চাকরিকালীন সফলতা স্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, সহকারী পুলিশ কমিশনার আসিফ মাহমুদ গালিব, টিআই (প্রশাসন) কামাল হোসেন এবং ট্রাফিক উত্তরের অন্যান্য টিআই ও পুলিশ সদস্যগণ।