ঢাকা, মঙ্গলবার - ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কলমাকান্দায় জমিতে পড়েছিল সাবেক ইউপি সদস্যের লাশ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নেত্রকোনার কলমাকান্দায় মতিউর রহমান (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কলমাকান্দা থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে রামনাথপুর গ্রামের একটি পতিত জমি থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মতিউর রহমান পোগলা ইউপির ১ নম্বর ওয়ার্ডের দুই বারের সদস্য ছিলেন। তিনি একই ইউনিয়নের মূলগাঁও গ্রামের ফজর উদ্দিনের ছেলে।

আরও পড়ুন  ‘চিরকূট’ লিখে তরুণীর আত্মহত্যার ঘটনায় হবু স্বামী গ্রেপ্তার

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে মতিউর রহমানের মুঠোফোনে কল আসে। পরে দুই জন লোক মোটরসাইকেল করে বাড়ি থেকে তাকে নিয়ে যায়। সকালে তার ছেলে বাবুল মিয়া তাকে খোঁজতে বাড়ি থেকে বের হন। পরে খবর পেয়ে রামনাথপুর এলাকার একটি পতিত জমিতে তার বাবার লাশ পড়ে থাকতে দেখেন। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

আরও পড়ুন  নারী এনজিওকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি কীভাবে মারা গেছেন, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।