ঢাকা, বৃহস্পতিবার - ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাজীর দেউড়ির ভিআইপি টাওয়ারে ভেজাল ওষুধ বিক্রি, ম্যানেজারকে জরিমানা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম কাজীর দেউড়ি ভিআইপি টাওয়ারে ভ্যারাইটিজ ইউনানী দাওয়াখানা নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে ভেজাল ওষুধ বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার (২৮ মার্চ) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ অভিযান পরিচালনা করেন।

এ সময় বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধ,  ডায়াবেটিস,পাইলস, সিফিলিস, গনোরিয়া রোগের ওষুধসহ বিভিন্ন প্রকার মলম ও ব্যাথানাশক তেলজব্দ করা হয়।

আরও পড়ুন  ডেঙ্গুতে এক দিনে তিনজনের মৃত্যু

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, প্রতিষ্ঠানটির ওষুধ তৈরির কোন অনুমতি ছিলনা। তারা বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে লোগো ব্যবহার করে মধু বাজারজাত করেছিল। এসব অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া জিইসিতে পৃথক আরেকটি অভিযানে ফার্মাসিস্ট না থাকা, শুল্ক ফাঁকি ও নকল প্রসাধনী বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় যোগ করেন প্রতীক দত্ত।

আরও পড়ুন  নারায়ণগঞ্জে আ. লীগ অফিস ভাঙচুর, পুলিশসহ আহত ১২জন

ট্যাগঃ

এ বিভাগের আরও

সর্বশেষ