ঢাকা, শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

কাপ্তাই রাস্তার মাথায় ছিনতাই মামলার ৩ আসামি গ্রেপ্তার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন- চান্দগাঁও থানার ইস্পাহানি জেটি রোডের দক্ষিণ মোহরা এলাকার মৃত সিরাজুল খানের ছেলে মোহাম্মদ বাদশা মিয়া (৪৬), একই এলাকার হামেদ হাসান খানের ছেলে মুনির উদ্দিন খান প্রকাশ তানিম (২৩) এবং ওই এলাকার নজরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম প্রকাশ তারেক (২৮)।

আরও পড়ুন  সহিংসতার আগুনে পুড়েছে রাউজান কলেজের মালিকানাধীন মার্কেট

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, আজ সকালে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে’।

ওসি বলেন, যতটুকু জানি, এটি রাজনৈতিক মামলা নয়। চুরি, ছিনতাই বা মারামারি সংক্রান্ত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

আলোচিত সংবাদ