ঢাকা, শুক্রবার - ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কারওয়ান বাজারে ‘একুশে টিভি’ ভবনে আগুন

প্রতীকী ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত জাহাঙ্গীর টাওয়ারের (ইটিভি ভবন) পেয়ালা রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার শাহাদাত হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

জানা গেছে, ভবনটির ছাদে একুশে টেলিভিশন ও একই ভবনের অন্য প্রতিষ্ঠানের অন্তত ৬০ থেকে ৭০ জন আটকা পড়ে আছে।

আরও পড়ুন  কাতার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

তাৎক্ষণিক বক্তব্যে প্রত্যক্ষদর্শীরা জানা যায়, জাহাঙ্গীর টাওয়ার নামের ১১ তলা ভবনের নিচ তলার কফি হাউজে এ অগ্নিকাণ্ড ঘটেছে।

তবে আগুন লাগার কারণ বা প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।

ট্যাগঃ