ঢাকা, রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাল সব কারখানা খোলার সিদ্ধান্ত

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা সব কারখানা আগামীকাল বুধবার খোলার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।

মঙ্গলবার (৬ আগস্ট) সংগঠনটির জরুরি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজিএমইএ’র এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, আজ বিকাল ৫টায় এক জরুরি বোর্ড মিটিংয়ে আগামীকাল কারখানা খোলার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন  'দাদাসাহেব ফালকে' পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী

এদিকে শিল্পকারখানার পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিকট অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে আজাদ।

সাংবাদিকদের তিনি বলেন, আগামীকাল বুধবার থেকে কারখানা খুলে দেওয়া হবে। তার আগে কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ ঘিরে সহিংসতার আশঙ্কায় রবিবার রাতে সব কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বিজিএমইএ ও বিকেএমইএ। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত মাসে এক সপ্তাহ বন্ধ ছিল পোশাক কারখানা।

আরও পড়ুন  গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা

এ বিভাগের আরও

সর্বশেষ