ঢাকা, শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কিছুক্ষণের মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

সোমবার (৫ আগস্ট) রাতে বঙ্গভবনে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর অন্তর্বর্তী সরকার নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের চেয়ারম্যান মাওলানা ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  বায়েজিদে দেয়াল ধসে যুবক নিহত

তিনি বলেন, আজই কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মহামান্য রাষ্ট্রপতি। অন্তবর্তী সরকারের রূপরেখা ঘোষণা করবেন রাষ্ট্রপতি।

ফজলুল করিম বলেন, এ বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছাত্র নেতৃবৃন্দ ছিলেন। সেখানে খোলামেলা আলোচনা হয়েছে। আমরা কী করতে চাই, যৌথ সরকার কীভাবে করা যায়, সব নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই, আপনারা শান্ত হোন। আপনার রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্ট করবেন না। থানায় আঘাত করবেন না।

আরও পড়ুন  বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ট্যাগঃ