ঢাকা, রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুকুরের কামড়ে ৪ বৃদ্ধসহ আহত ৭

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় কুকুরের কামড়ে ৪ বৃদ্ধসহ অন্তত ৭ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা ও ভেকসিন দেওয়ার পর দু’জনকে বাড়িতে পাঠানো হয়েছে।

৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১ মার্চ) রাতে উপজেলার ধূলিহর গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  চট্টগ্রামের পতেঙ্গায় স্কুল শিক্ষিকার আত্মহত্যা

পাগলা কুকুরের কামড়ে আহতরা হলেন- ধূলিহর গ্রামের হারুনুর রশিদ (৭৫), ফারজুল মিয়া (৬০), হৃদয় (২৫), নতুন বাজার এলাকার আবু সাইদ (৫৭), চরহাজীপুর গ্রামের নাজমুল ইসলাম (৭০), কাইছমা গ্রামের সোবহান (৩১) ও ঢেকিয়া গ্রামের সেলিম (২৮)।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে একটি লাল রঙের পাগলা কুকুর হঠাৎ একটি ছাগলকে কামড় দেয়। কিছুক্ষণের ভেতর একের পর এক মানুষকে কামড়িয়ে জখম করতে থাকে ৷ পরে আহতের উদ্ধার করে এলাকাবাসী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়ার পর পাঁচজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  চকরিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী নিহত

এদিকে, এ ঘটনার পরপরই এলাকাবাসী লাঠিসোটা নিয়ে কুকুরটিকে ধাওয়া শুরু করে। পরে ধূলিহর কুমারবাড়ীর কাছে কুকুরটিকে পিটিয়ে হত্যা করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন ।

ট্যাগঃ

আলোচিত সংবাদ