ঢাকা, শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লায় বাসের ধাক্কায় শিশুসহ নিহত ৪

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় শিশুসহ চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার বাতিসা নানাকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, উপজেলার বাতিসা নানাকরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে একটি পিকআপভ্যান দাঁড়িয়ে ছিল। সকালে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঢাকাগামী একটি বাস মাইক্রোবাসের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

আরও পড়ুন  চকরিয়ায় সড়কের পাশে পড়েছিল নবজাতকের লাশ

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষনিক জানাতে পারেনি পুলিশ।

আলোচিত সংবাদ