ঢাকা, শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুয়াইশ মাঠে জমে উঠেছে পুনাক শিল্প মেলা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হাটহাজারির কুয়াইশ মাঠে জমে উঠেছে পুনাক শিল্প মেলা।

প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার বিনোদনপ্রেমী মানুষ তাদের প্রিয়জনদের নিয়ে ছুটে আসছেন মেলায়। আগতদের দাবি প্রতিবছর এমন আয়োজন হোক। এদিকে আয়োজকরাও ক্রেতাসমাগমে সন্তুষ্টি প্রকাশ করে সামনের দিনগুলোতে আরও লোকসমাগম বাড়ার আশা করছেন।

প্রতিদিন দুপুর গড়িয়ে বিকেল নামতেই নানা বয়সী নারী-পুরুষে মুখরিত হতে শুরু করে মেলা প্রাঙ্গণ। রাতের ঝলমলে আলোয় সৌন্দর্যের মাত্রা যেন আরও কয়েকগুণ বেড়ে যায়। পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানোর পাশাপাশি প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পেরে আগতরা সন্তুষ্ট।

আরও পড়ুন  বোয়ালখালীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

এদিকে মেলায় আগত লোকসমাগমে খুশি দোকানিরা। বিক্রি ভালো হওয়ায় লাভের আশা করছেন তারা। তারা বলছেন, প্রথম দিকে বিক্রি কম থাকলেও দিন দিন বিক্রি বৃদ্ধি পাচ্ছে।

হাটহাজারি উপজেলার কুয়াইশ সম্মিলনী স্কুল মাঠে গত ৪ জানুয়ারি শুরু হওয়া এ পুনাক শিল্প মেলা চলবে মাসজুড়ে। মেলা শুরুর দিকে লোকসমাগম কিছুটা কম থাকলেও দিন যতই বাড়ছে লোকসমাগম যেন ততই বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন  শিবপুর উপজেলা চেয়ারম্যানকে বাসায় ঢুকে গুলি

সরকারি ছুটির দিনে লোকসমাগমের মাত্রা প্রতিদিনের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পায়। কর্তৃপক্ষ ক্রেতাদের আকৃষ্ট করতে শতাধিক স্টল বসিয়েছেন। মেলায় চুড়ি, মালা বিভিন্ন প্রসাধনীর দোকানের পাশাপাশি মোয়া-মুরকিসহ বিভিন্ন মুখরোচক খাবারের পসরা সাজিয়ে রেখেছেন দোকানিরা। শিশুদের আনন্দ দিতে রয়েছে নাগরদোলা, ইলেকট্রিক নৌকা, ভূতের বাড়িসহ নানা ধরনের রাইড।

হাটহাজারি মডেল থানার আওতাধীন মদুনাঘাট পুলিশ তদন্ত কন্দ্রের অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, মেলায় আগত মানুষের সমাগমে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য নিয়মিত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। আমরা আইন শৃংখলার কোন প্রকার যেনো ব্যর্তয় না ঘটে সেদিকে যথেষ্ঠ সজাগ আছি।

আরও পড়ুন  হাটহাজারীতে সিএনজি চালকের ছুরিকাঘাতে প্রাণ গেল ২ জনের

আয়োজক কমিটির ম্যানেজার মাজেদুর রহমান জানান, দিন যতই বাড়ছে ততই লোকসমাগম বৃদ্ধি পাচ্ছে। সামনের দিনগুলো আরও জমজমাট হওয়ার আশা করছেন তিনি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ