ঢাকা, বৃহস্পতিবার - ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, নেয়া হবে হাসপাতালে

ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের হঠাৎ অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে ফের হাসপাতালে নেয়া হচ্ছে।

বুধবার (২৭ মার্চ) রাত সোয়া ৯টায় তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বুধবার রাতে এভারকেয়ার হাসপাতালে যেতে পারেন।

আরও পড়ুন  করোনা: বিশ্বে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঊর্ধমুখী, নতুন শনাক্ত ২ লাখ ৪৭ হাজার ৫১৩ জন

খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার বিষয়ে নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহযোগিতা চেয়ে ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দিয়েছেন তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

প্রসঙ্গত, এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে গত ১৩ মার্চ খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে পরদিন ১৪ মার্চ বাসায় ফেরেন তিনি।

আরও পড়ুন  রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ