ঢাকা, বুধবার - ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

খুলশীর কুসুমবাগ আবাসিকে শিশুর মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকা থেকে বর্ষা আক্তার (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত সোয়া ১০টার দিকে ওই এলাকার নির্মাণাধীন একটি ভবনের লিফট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বর্ষা আক্তার যশোর জেলার সৈয়দপুর এলাকার মো. আসলামের মেয়ে। তার পরিবার নগরীর কুসুমবাগ আবাসিক এলাকায় গত চার মাস যাবত বসবাস করছে।

বর্ষা নগরীর শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।বর্ষার মা সেফালী বেগম বলেন, বৃহস্পতিবার বিকেল চারটা থেকে বর্ষা নিখোঁজ ছিল। চারদিকে খোঁজ করা হয়। ইফতারের পর এলাকায় মাইকিং করা হয়েছিল।

আরও পড়ুন  সমন্বয়ক পরিচয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট, গ্রেফতার ২

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, লিফট থেকে একটি শিশুর  মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে লিফটে শিশুটি পড়ে গিয়েছিল। চারদিকের ভিডিও ফুটেজ সংগ্রহ হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ নেই। থানায় অপমৃত্যু মামলা করা হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তফা বলেন, কুসুমবাগ আবাসিক এলাকা থেকে বর্ষা আক্তার নামে এক শিশুকে রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে আছে।

আরও পড়ুন  কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় দুই চুয়েট শিক্ষার্থী নিহত

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ