গাজায় ইসরায়েলি বিমান হামলায় এক দিনে সর্বোচ্চ ৭০৪ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
মঙ্গলবার (২৪ অক্টোবর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ৭০৪ জন নিহত হয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেছেন, ইসরায়েলি হামলায় দুই সপ্তাহের মধ্যে ২৪ ঘণ্টায় এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
প্রত্যক্ষদর্শী ও স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলি বিমান বহু আবাসিক ভবনে আঘাত হেনেছে, এর মধ্যে কয়েকটি দক্ষিণ গাজায়, যেখানে ইসরায়েল গাজার বেসামরিক নাগরিকদের আশ্রয় নিতে বলেছিল।
এ হামলায় বেঁচে ফেরা ব্যক্তিরা অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে জানিয়েছে, হামলায় দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে একটি চারতলা আবাসিক ভবন মুহূর্তেই সমতল হয়ে যায়। এতে ভবনে থাকা অন্তত ৩২ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে।
গাজায় অবস্থান করা আলজাজিরার সাংবাদিক ইউমনা এলসায়েদ বলেছেন, ‘হামলার পর হাজার হাজার পরিবার তাৎক্ষণিকভাবে বাস্তুচ্যুত হয়েছে। সর্বত্র ধ্বংসস্তূপ ও ধ্বংসাবশেষে পরিণত হয়েছে।’
ইসরায়েলের সামরিক বাহিনী মঙ্গলবার জানায়, তারা ৪০০টির বেশি হামাস লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। হামলায় হামাসের তিন ডেপুটি কমান্ডারসহ বেশ কিছু হামাস যোদ্ধাকে হত্যার কথা জানান তারা। এ সময় ফিলিস্তিনি গোষ্ঠীকে ধ্বংস করার লক্ষ্য অর্জনে আরো সময় লাগবে বলে গাজাবাসীকে সতর্ক করে ইসরায়েলের সামরিক বাহিনী।
গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ৪০০ জন নিহত হওয়ার পর ইসরায়েল গাজায় হামলা শুরু করে।
হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় ২ হাজার ৩৬০ শিশুসহ অন্তত ৫ হাজার ৭৯১ ফিলিস্তিনি নিহত হয়েছে।
তথ্যসূত্র- আল জাজিরা।