ঢাকা, বুধবার - ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

গ্রিসে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৬

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

গ্রিসে যাত্রীবাহী ও কার্গো ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৮৫ জন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে দেশটির লারিসা শহরের কাছে দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

রয়টার্স জানিয়েছে, এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসোলোনিকিগামী একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে থেসালোনিকি থেকে লারিসাগামী একটি পণ্যবাহী ট্রেনের এ সংঘর্ষ হয়।

আরও পড়ুন  আজ বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা

গভর্নর কনস্টান্টিনোস অ্যাগোরাস্টোস এসকেএআই টিভিকে বলেন, সংঘর্ষটি খুবই ভয়াবহ ছিল। এতে যাত্রীবাহী ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়। সংঘর্ষের পর আগুন ধরে ওই ট্রেনের প্রথম দুটি বগি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এ ঘটনার পর অন্তত ২৫০ জন যাত্রীকে দুর্ঘটনাস্থল থেকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, যাত্রীবাহী ট্রেনটিতে প্রায় ৩৫০ জন যাত্রী ছিলেন।

আরও পড়ুন  চৈত্র মাসের শেষ দিন আজ, কাল বাংলা নববর্ষ ১৪৩১

দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, সংঘর্ষের কারণ এখনো জানা যায়নি। তবে উদ্ধার কাজ চলছে।

বুধবার ভোরে রাষ্ট্রীয় সম্প্রচারকারী ইআরটি-এর ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা হেডলাইটের সাহায্যে আশপাশের মাঠগুলোতে আহতদের খুঁজছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ