ঢাকা, শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

গ্রেপ্তারের ২ দিন পরেই জামিনে মুক্ত সাবের হোসেন চৌধুরী

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীর পল্টন থানার দুটি এবং খিলগাঁও থানার চার মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

আর কোনো মামলা না থাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিএমএম আদালতের হাজতখানা থেকে মুক্তি পান সাবের হোসেন চৌধুরী।

আরও পড়ুন  বাংলাদেশিদের ভিসা প্রদান প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত

এর আগে গত রবিবার রাজধানীর গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল পুলিশ এই নেতাকে আদালতে হাজির করলে পল্টন থানার একটি হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এ ছাড়া পল্টন থানার একটি হত্যা মামলা এবং খিলগাঁও থানার দুটি হত্যা এবং দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন  লোপাট হওয়া অর্থের সন্ধানে নিরীক্ষক নিয়োগ দিলেন বাংলাদেশ ব্যাংক

রিমান্ড আদেশ হওয়ার পর গতকাল আদালত থেকেই রিমান্ডে নিয়ে যাওয়া হয়। কিন্তু ৫ দিন রিমান্ডের ১ দিন শেষ হওয়ার আগেই আজ তাকে অসুস্থতাজনিত কারণে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হাছান। পরে আদালত তাকে ছয়টি মামলায় জামিন দেন।