ঢাকা, রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘরে ডুকে রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ক্যাম্পে সৈয়দ হোসেন (৪৫) নামে আরেক রোহিঙ্গা নেতাকে (মাঝি) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৭ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উখিয়ায় ২নং ক্যাম্পে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহত ব্যক্তি ২নং ক্যাম্পের নেতা (মাঝি) ছিলেন।

আরও পড়ুন  ঢাকার মগবাজার মোড়ে ককটেল বিস্ফোরণ, আহত ১

শেখ মোহাম্মদ আলী বলেন, একটি দুর্বৃত্তের দল ঘরে ডুকে রোহিঙ্গা নেতাকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে এনজিও এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই নিয়ে টানা দুই দিনে দুই মাঝিকে হত্যা করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড হচ্ছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের বিশেষ অভিযান চলছে।

আরও পড়ুন  আ. লীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

প্রসঙ্গত, এর আগে সোমবার (৬ মার্চ) মাঝরাতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে নূর হাবি ওরফে ওয়াক্কাস রফিক (৪০) নামে এক রোহিঙ্গা নেতাকে (মাঝি) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

ট্যাগঃ

আলোচিত সংবাদ