ঢাকা, শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চকরিয়ায় গ্রীনলাইন বাসের ধাক্কায় নিহত ২

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারের চকরিয়ায় গ্রীনলাইনের একটি বাসের ধাক্কায় ২ জন মোটর সাইকেল আরোহী নিহত।

বুধবার (১৫ মার্চ) সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বড়ইতলি ইউনিয়নের আমতলীতে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন চিরিংগা হাইওয়ে পুলিশের ওসি ইমন চৌধুরী।

নিহতরা হলেন- বান্দরবানের লামা এলাকার মো. বশির আলমের ছেলে মোটর সাইকেল চালক মো. আরমান শাকিল (২৪), একই এলাকার মো. আবু মোছার ছেলে মো. ইসমাইল সিদ্দীকী (৩৫)।

আরও পড়ুন  খুলশীর কুসুমবাগ আবাসিকে শিশুর মরদেহ উদ্ধার

চিরিংগা হাইওয়ে পুলিশের ওসি ইমন চৌধুরী জানান, কক্সবাজারগামী গ্রীনলাইন বাসের সাথে বড়ইতলি একতা বাজারগামী মোটরসাইকেল দূর্ঘটনা হয়। এতে আহতদের  উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে প্রেরণ করা হয়। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে উভয়কে মৃত ঘোষনা করেন।

দূর্ঘটনায় কবলিত গাড়ী ২টি থানায় রয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে জানান এ পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন  সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন করবে কমিশন: রাষ্ট্রপতি

ট্যাগঃ