ঢাকা, শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের কল্লোল সুপার মার্কেটে আগুন

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর কল্লোল সুপার মার্কেট ভবনের ছাদে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে বড় ‘অঘটনের’ আগেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপন করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

সোমবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে হিলভিউ সড়কের মিমি সুপার মার্কেট সংলগ্ন ওই মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের একজন অপারেটর জানিয়েছেন, ভবনটির চারতলার ছাদে কিছু অব্যবহৃত মালামাল ছিল। সেই মালামালে আগুন লাগে।

আরও পড়ুন  বান্দরবানের ঘুমধুম-তুমব্রু সীমান্তে গোলাগুলি: আতঙ্কে শূন্যরেখা ছাড়ছেন রোহিঙ্গারা

তিনি বলেন, ৭টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে চন্দনপুরা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নির্বাপণ করা হয়।

ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও জানান তিনি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ