ঢাকা, রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের ফিশারিঘাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর ফিশারিঘাট এলাকায় নবনির্মিত ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। 

শুক্রবার (২০ জানুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং ও জামিউল হিকমা এ অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসন জানায়, সম্প্রতি ফিশারিঘাট এলাকায় নদীর তীর দখল করে বেশ কয়েকটি কাঁচা-পাকা স্থাপনা নির্মাণ করা হয়। অভিযোগ পেয়ে অভিযানে নামে জেলা প্রশাসন। এরপর আটটি পাকা স্থাপনা এবং দুটি ঝুপড়ি ঘর ভেঙে দেওয়া হয়। এসময় নদীর তীর দখল করে স্থাপনা নির্মাণকারীদের সতর্ক করা হয়।

আরও পড়ুন  কাপ্তাই সড়কে কাল বৈশাখীর তাণ্ডবে উপড়ে পড়েছে গাছ, যান চলাচল বন্ধ

নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং বলেন, নদীর তীরে অবৈধ দখলকারী কাউকে ছাড় দেওয়া হবে না। এটি জনগণের সম্পত্তি।

পরিবেশগত ভারসাম্য ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে জানান নু-এমং মারমা মং।

ট্যাগঃ

আলোচিত সংবাদ