ঢাকা, মঙ্গলবার - ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ‘আনিস-মাসুদ’ খুনের ঘটনায় ২ হত্যা মামলা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী থানাধীন কুয়াইশ টু অক্সিজেন রোডের নাহার গার্ডেনের সামনে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকর্মী খুনের মামলায় দুটি পৃথক হত্যা মামলা দায়ের হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) রাতে নিহত মো. আনিসের স্ত্রী শামীম আকতার মনি (২৮) বাদী হয়ে সিএমপি বায়েজিদ বোস্তামী থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন  বরিশালে দুর্গা প্রতিমা ভাঙচুর, ওসিকে প্রত্যাহার

একইভাবে যুবলীগ কর্মী মাসুদ কায়সার খুনের ঘটনায় তার ছোট ভাই বাদী হয়ে হাটহাজারী থানায় অপর একটি হত্যা মামলা দায়ের করেন।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা ও হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এতে নিহত মো. আনিস নিহতের ঘটনায় করা মামলায় এজাহারনামীয় আসামিরা হলেন- হাটহাজারী বুড়িশ্চর ইউনিয়নের মো. আরমান বাচ্চু (৩৫), মোহাম্মদ জাহাঙ্গীর (৪০), মো. সাজ্জাদ হোসেন (২৫), বায়েজিদ বোস্তামী শহিদ নগরের মো. হাসান (৩৫) ও অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন  কাপ্তাই রাস্তার মাথায় চাঁদাবাজদের সংঘর্ষের ঘটনা নিত্যদিনের, অসহায় পথচারী (ভিডিও)

অপরদিকে, হাটহাজারীর কুয়াইশ-বুড়িশ্চর এলাকায় মাসুদ কায়সার হত্যার ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে মামলা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আনিসকে নগরীর অক্সিজেন-কুয়াইশ সড়কের নাহার গার্ডেন এলাকায় এবং মাসুদকে হাটহাজারী উপজেলার পশ্চিম কুয়াইশ এলাকায় গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি, চট্টগ্রামে নিহত আওয়ামী লীগ ও যুবলীগের এই দুই নেতাকর্মী ছিলেন হাটহাজারীর সাবেক উপজেলা চেয়ারম্যান ইউনুচ গণি চৌধুরীর অনুসারী।

আরও পড়ুন  বুড়িশ্চরে ভয়াবহ আগুনে ৮ পরিবারের বসতঘর পুড়ে ছাই

আলোচিত সংবাদ