ঢাকা, শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে আলোচিত ‘মনা’ হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৪

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে আলোচিত মো. সাহেদ হোসেন মনা (২৮) হত্যাকাণ্ডে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ থানার চৈঠপুর এলাকায় নগরীর কোতোয়ালি থানার একটি টিম সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জুয়েল (৩৪), মো. বশির (২৬), মো. সাগর (২৮) ও মো. জুয়েল ওরফে ছোট জুয়েল (২৫)।

এছাড়া অন্যান্য আসামিরা হলেন- রহিম (২৬), জুয়েল ওরফে মুরগি জুয়েল (৩২), মো. সজীব (২৪), শেখ ফরহাদ (২২), মো. শুক্কুর (৩৫), হানিফ ওরফে মাছ হানিফ (৩৫), সবুজ (৩২), সাগর (২৮), বশির ওরফে টিউমার বশির (৩০), ইকবাল (৩১) ও শাকিল (২০)। এরমধ্যে ফরহাদ ও সজীব নামে দুজনকে ঘটনার পরপরই গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মো. জুয়েল গ্যাং লিডার। তিনি যুবলীগের বহিষ্কৃত নেতা ও একাধিক ব্যক্তি খুনের মামলার আসামি হেলাল আকবর বাবর চৌধুরীর অনুসারী। জুয়েলের গ্যাংয়ে অন্তত ৫০ জন রয়েছে। যারা রিয়াজউদ্দিন বাজার, নিউমার্কেট ও রেলস্টেশন এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন। তারা পথচারীদের কাছ থেকে চুরি থেকে ছিনতাই, রিয়াজউদ্দিন বাজারের দোকানে চাঁদাবাজিতে জড়িত।

আরও পড়ুন  পরিবেশবাদীরা দক্ষিণের নগর ভবন ঘেরাও করবে আজ

আবার খুন হওয়া সাহেদ হোসেন মনাও গ্যাং লিডার ছিলেন। তিনি নিজেও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। রিয়াজউদ্দিন বাজার এলাকায় মনার নেতৃত্বাধীন গ্রুপও অন্ধকার জগতে বিচরণ করতেন। মনা নিজেও বাবরের অনুসারী ছিলেন। ২০২৩ সালের ৯ জুলাই দিনদুপুরে রিয়াজউদ্দিন বাজারের রয়েল টাওয়ারের সামনে প্রায় ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছিলেন তিনি। এরপর পুলিশের হাতে গ্রেপ্তার হলে মনার সাম্রাজ্যে হানা দেয় জুয়েল। জেল থেকে বের হওয়ার পর থেকে মনা ও জুয়েলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।

শুক্রবার (১২ জুলাই) ৪ আসামিকে গ্রেপ্তারের পর চট্টগ্রাম নগর পুলিশের দক্ষিণ জোনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ওই জোনের উপ-কমিশনার (ডিসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার আগে জুয়েলের পরিচিত কালুর দোকান ভাঙচুর করেন মনা। এটি নিয়ে উভয় গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে ৭ জুলাই রাতে ৯টায় মনা নুপুর মার্কেট পাখি গলিতে এলে জুয়েলের নেতৃত্বে কয়েকজন তার ওপর হামলা করে। তারা মনাকে এলোপাথাড়ি মারধর ও ছুরিকাঘাত করে মেরে ফেলেন। এ ঘটনায় ভুক্তভোগী মনার বাবা শাহ আলম বাদী হয়ে কোতোয়ালি থানায় ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছিল। তবে মূলহোতারা ঘটনার পরপরই ভারতে পালানোর জন্য হবিগঞ্জে চলে যায়। সেখান থেকে কোতোয়ালি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। মূলত রেলস্টেশন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে খুন হয়েছেন মনা।

আরও পড়ুন  মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত

খোঁজ নিয়ে জানা যায়, এক রিয়াজউদ্দিন বাজারেই কোটি কোটি টাকার অবৈধ বাণিজ্য হয়। এর মধ্যে রয়েছে সোনা চোরাচালান, চোরাই মোবাইল, বিদেশি মুদ্রার ব্যবসা। এসব অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণে বহিষ্কৃত যুবলীগ নেতা হেলাল আকবর বাবর একাধিক গ্রুপ লালনপালন করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ ও র‍্যাবের তালিকাভুক্ত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম বাবর। বিশেষ করে রেলের টেন্ডার নিয়ন্ত্রণের জন্য আলোচিত তিনি। রেলের কোটি টাকার টেন্ডার নিয়ে নিয়ন্ত্রণের জেরে ২০১৩ সালের ২৪ জুন বাবর ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমন গ্রুপের মধ্যে সংঘর্ষে হয়। এতে এক শিশুসহ দুজন নিহত হন। এই জোড়া খুনের মামলায় গ্রেপ্তার হলে কেন্দ্রীয় যুবলীগের সদস্য পদ থেকে হেলাল আকবর চৌধুরী বাবরকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন  ইস্কন মন্দিরে হামলা ভাংচুর ও হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি গ্রেফতার

২০১৮ সালের ১৩ অক্টোবর র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী অসীম রায় বাবু নিহত হওয়ার পরই দুবাই চলে যান বাবর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে ফিরে আসেন। ২০১৯ সালের ২৯ মে রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সন্ত্রাসী অমিত মুহুরি খুন হলে বাবর আবার দুবাই চলে যান। কয়েক বছর পর আবার দেশে ফিরে রাজনীতি শুরু করেন তিনি।

আলোচিত সংবাদ