ঢাকা, রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে গ্রেপ্তারকৃত মাদককারবারি তালিকায় অর্ধেকেরও বেশি তরুণ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম একমাসে ৩৮৭ অভিযানে ১০৩ মাদককারবারি গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার হওয়া ১০৩ জনের মধ্যে অর্ধেকেরও বেশি বয়সে তরুণ বলে জানিয়েছেন ডিএনসি চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল।

এই ঘটনায় নগরীর বিভিন্ন থানায় ৯৯টি মামলা দায়ের করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের কর্মকর্তারা।

তিনি জানান, গত ফেব্রুয়ারি মাসে ৩৮৭ অভিযানে ১০৩ মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৬১ হাজার ৫১০ পিস ইয়াবা ও ৬ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া  ২০২২ সালে ৪ হাজার ৭৪৪টি অভিযানে ১ হাজার ১৭১ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে অর্ধেকের কাছাকাছি তরুণ ও যুবক। বছরব্যাপী এসব অভিযানে মোট ৬ লাখ ৫১ হাজার ৮৪১ পিস ইয়াবা, ৯৫ কেজি ২৯  গ্রাম গাঁজা, ১৭৫ লিটার চোলাই মদ ও ক্রিস্টাল মেথ ২ গ্রাম, ১ শত ৭১টি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন  আশুলিয়ার কবর থেকে ৫ নারীর কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা

এদিকে চট্টগ্রাম মহানগরী ও কক্সবাজার জেলাকে মাদকপ্রবণ এলাকা ঘোষণা করছে সরকার। সংসদীয় কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে মাদক প্রবেশের সবচেয়ে বড় এই রুটকে সরকার মাদকপ্রবণ অঞ্চল ঘোষণা করতে যাচ্ছে। এ বিষয়ে রূপরেখা তৈরির কাজ শুরু হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ