ঢাকা, শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে চিরকূট লিখে ব্যবসায়ীর আত্মহত্যা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামে চিরকূট লিখে আত্মহত্যা করেছেন শিবু বড়ুয়া নামে এক ব্যবসায়ী। ‘আমার মৃত্যুর জন্য আমি দায়ী’ লেখা একটি চিরকূট উদ্ধার করেছেন পুলিশ।

সোমবার (২৭ মার্চ) রাতে পৌরসভার মিজ্জির দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

শিবু দাসের বাড়ি বোয়ালখালী উপজেলার কধুরখীল এলাকায়। ওই এলাকার অনিল বড়ুয়ার ছেলে তিনি।

প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। ঘটনাস্থল থেকে এক পৃষ্ঠার একটি চিরকূট উদ্ধার করে।

আরও পড়ুন  নির্বাচনী কার্যালয়ে বিএনপি’র সন্ত্রাসী হামলা: প্রতিবাদে নগর যুবলীগের বিক্ষোভ মিছিল

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি চিরকূট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানান এ পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন  'অনন্যা' থেকে চোরাই মোটরসাইকেল রামুতে উদ্ধার, গ্রেপ্তার ৩

ট্যাগঃ