ঢাকা, মঙ্গলবার - ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ‘ছাত্র-জনতার’ গণমিছিল

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামে বৃষ্টির মধ্যেই চলছে ছাত্র-জনতার গণমিছিল।

শুক্রবার (২ আগস্ট) বাদ জুমা নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইট থেকে শুরু হয় মিছিল। হাজার হাজার মানুষের অংশগ্রহণে বিশাল মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে।

কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে যোগ দেয় মুসল্লিরাও। সকাল থেকে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে জড়ো হতে থাকেন তারা। সেখানে জমায়েত শেষে মিছিল নিয়ে লালদীঘি ময়দান হয়ে নিউমার্কেট মোড়ের দিকে যান। এরপর সেখানেও তারা আধা ঘণ্টা অবস্থান করে পুনরায় রেলওয়ে স্টেশন এলাকার দিকে যান।

আরও পড়ুন  শিকারপুরে ৮ বছরের শিশু কন্যা নিখোঁজ

এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ‘প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল’ এর ডাক দেন। তিনি তাদের কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, আলেম-ওলামা, শ্রমিক, অভিভাবকসহ চট্টগ্রামের সর্বস্তরের নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানান। সেই ডাকে সাড়া দিয়ে হাজারো মানুষ অংশ নেন। মিছিলে নারী শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

আরও পড়ুন  সীতাকুণ্ডে বাসচাপায় সিএনজি অটোরিক্সা চালক নিহত

আন্দোলন ঘিরে আন্দরকিল্লা মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ব্যাপক পুলিশের উপস্থিতি দেখা যায়।

আলোচিত সংবাদ