ঢাকা, শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে দশ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে আটক বাবা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের কোতোয়ালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে প্রদীপ কুমার বনিক (৫২) নামে এক বাবাকে আটক করেছে পুলিশ।

রবিবার (৯ মার্চ) রাতে তাকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম।

কোতোয়ালী থানার বলুয়ারদিঘীর পূর্বপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ভিকটিমের মা স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন। সেদিন মা কর্মস্থলে যাওয়ায় বাসায় একা থাকা অবস্থায় প্রদীপ তার মেয়েকে ধর্ষণ করে।

আরও পড়ুন  রাঙ্গুনিয়ার মাদক সম্রাট ‘ইয়াবা শামীম’ গ্রেপ্তার

ভিকটিম পুলিশকে জানায়, এর আগেও তার বাবা একাধিকবার তাকে যৌন নির্যাতন করেছে। এবার মায়ের পরামর্শে মেয়ে একটি মোবাইল ফোনে গোপনে তার বাবার অপরাধের ভিডিও ধারণ করে, যা পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই ফুটেজই অপরাধের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম বলেন, শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  বিতর্কিত বক্তা তাহেরীকে নিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

তিনি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে শিশুটির মুখে ঘটনার বর্ণনা শুনে পাষণ্ড বাবাকে আটক করা হয়।

ভিকটিমের তথ্য ও ভিডিও প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে যোগ করেন এ পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন  হাটহাজারীতে বাসের ধাক্কায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

মেয়েটির বাবা নগরীর একটি মার্কেটে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করে।

আলোচিত সংবাদ