ঢাকা, শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভাস্থল কানায় কানায় পূর্ণ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন ও প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগেই নেতাকর্মী ও সাধারণ মানুষের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়েছে আনোয়ারার কেইপিজেড মাঠের জনসভাস্থল।

আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দূর-দূরান্ত থেকে মিছিল সহকারে জনসভাস্থলে যোগ দিচ্ছেন।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৮ অক্টোবর) সাড়ে ১১ টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় বক্তব্য রাখবেন। সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়। ইতোমধ্যে স্থানীয় নেতারা বক্তব্য দেয়া শুরু করেন।

আরও পড়ুন  ঢাকার বেইলি রোডে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ২৫ মরদেহ হস্তান্তর

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সকাল থেকেই কেইপিজেড মাঠে মানুষের ঢল নামে। প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে নগরী ও আশপাশের সব উপজেলা থেকে এসেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। বাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, লেগুনাসহ বিভিন্ন যানবাহনে মানুষ আসছেন।

ট্যাগঃ