ঢাকা, শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

চট্টগ্রামে ‘মামলা বাণিজ্য’ নিয়ে পুলিশের সতর্কবার্তা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর চট্টগ্রামজুড়ে ‘মামলা বাণিজ্য’ করতে ব্যবসায় নেমেছে একটি চক্র। টাকার বিনিময়ে গ্রেপ্তার করিয়ে দেওয়া, গ্রেপ্তারের পর পুলিশের হেফাজত থেকে ছাড়িয়ে নেওয়া, মামলার তালিকা থেকে নাম বাদ দেওয়া অথবা আসামির তালিকায় নাম যোগ করা ইত্যাদি কথা বলে চক্রটি নিরীহ লোকজনের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ টাকা।

ইতোমধ্যে এ ধরনের অভিযোগ জমা পড়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে। তাই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছেন নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মামলাকেন্দ্রিক কোনো ধরনের লেনদেন না করতে অনুরোধ জানিয়েছেন সিএমপি।

আরও পড়ুন  ৫৯৫ টাকায় গরুর মাংস মিলবে সেই খলিলের দোকানে

বৃহস্পতিবার (২ জানুয়ারি) চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ চক্রের বিষয়ে নগরবাসীকে সতর্ক করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিভিন্ন থানায় সাম্প্রতিক সময়ে করা মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার আশ্বাস অথবা মামলায় অর্ন্তভুক্তির হুমকি দিয়ে কতিপয় অসাধু চক্র অন্যায়ভাবে অনৈতিক সুবিধা আদায় করছে বলে তথ্য পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন  রমজানে নিত্যপণ্যের বাজারে আগুন

এরূপ প্রেক্ষাপটে সর্বসাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানা সমূহে সাম্প্রতিক সময়ে রুজুকৃত প্রত্যেকটি মামলার তদন্ত পুলিশ হেডকোয়ার্টার্স এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ কর্তৃক কয়েকটি স্তরে তদারকি করা হচ্ছে। সুতরাং উক্ত মামলা সমূহ থেকে অন্যায় ও অনৈতিক সুবিধা নেওয়ার কোন সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের প্রতারক চক্রের অপতৎপরতা থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। একই সাথে এ ধরনের প্রতারক চক্রের কোন সদস্য কোন সম্মানিত নগরবাসীর সাথে যোগাযোগ করা মাত্র বিষয়টি সংশ্লিষ্ট থানায় অথবা ৯৯৯ এ কল করে অবগত করার জন্য বিনীত অনুরোধ করা হলো।

আরও পড়ুন  হাটহাজারি হবে সম্পূর্ণ শান্তির জনপদ: ব্যারিস্টার আনিস

আলোচিত সংবাদ