ঢাকা, শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

চট্টগ্রামে শপিংমলে এসি বিস্ফোরণে একজনের পা বিচ্ছিন্ন

ছবি- ভয়েস অফ এশিয়া

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর প্রবর্তক এলাকায় কেবিএইচ প্লাজা নামে একটি শপিংমলে এসি বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের পা বিছিন্ন হয়ে গেছে।

শুক্রবার (৫ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে পাঁচলাইশ থানার মিমি সুপার মার্কেটের পাশে অবস্থিত ওই শপিং মলে এ ঘটনা ঘটেছে।

পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া ব্যক্তির নাম মো. রেজাউল। তিনি ম্যাক্স কনস্ট্রাকশনের আইটি ডিপার্টমেন্টের কর্মকর্তা। অন্যজনের নাম গফুর।

আরও পড়ুন  সীতাকুণ্ডে চলন্ত ট্রাকে চালক স্ট্রোক করে চাপা দিল প্রাইভেটকার

পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম বলেন, কেবিএইচ প্লাজায় একটি এসি বিস্ফোরিত হয়ে দুইজন আহত হয়েছেন। আমরা দুইজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। এরমধ্যে একজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। উনাকে তার পরিবার এভারকেয়ার হাসপাতালে নিয়ে চলে গেছেন। গফুর ওই মার্কেটেই কাজ করতেন।

গুরুতর আহত রেজাউলের খালাতো ভাই শহীদুল আলম চৌধুরী বলেন, আমার খালাতো ভাই রেজাউল মিমি সুপার মার্কেট থেকে শপিং শেষে দাঁড়িয়েছিলেন। এরপর ওখানে কিভাবে বিস্ফোরণ হয়েছে আমরা জানি না। ওর একটা পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে এসেছি। রেজাউল ম্যাক্স কনস্ট্রাকশনের আইটি ডিপার্টমেন্টে কাজ করতেন।

আরও পড়ুন  স্বামীর সঙ্গে ঝগড়া করে ৩ বছরের শিশুসহ গৃহবধূর আত্মহত্যা

আলোচিত সংবাদ