ঢাকা, শুক্রবার - ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম যুবদলের নেতৃত্ব প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগর, উত্তর এবং দক্ষিণ যুবদলের নতুন নেতৃত্ব প্রত্যাশীদের আগামী সোমবার (১৭ ফেব্রুয়ারি) সাক্ষাৎকার নেওয়া হবে।

এদিন বেলা ২টায় যুবদল কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎকার নেওয়া হবে বলে জানানো হয়েছে এক বিজ্ঞপ্তিতে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  সময় থাকতে পদত্যাগ করুন: রিজভী

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সাক্ষাৎকারের নির্দিষ্ট সময়ে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া হিসেবে ইতোপূর্বে ঘোষিত সময়ের মধ্যে যারা কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সহ-সম্পাদকের হোয়াটসঅ্যাপ নম্বরে পিডিএফ ফাইল বা সরাসরি দপ্তরে নিজ রাজনৈতিক বৃত্তান্তের প্রিন্ট কপি জমা দিয়েছেন। তাদের সাক্ষাৎকার আগামী ১৭ ফেব্রুয়ারি সোমবার বিকেল ২টায় যুবদল কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  আ. লীগে ‘জনপ্রিয় স্বতন্ত্র’ প্রার্থীরা বড় চ্যালেঞ্জ

প্রত্যেক প্রার্থীকে সাক্ষাৎকারের সময় দপ্তরে জমা দেওয়া রাজনৈতিক বৃত্তান্তের প্রিন্ট কপি সাথে রাখার কথা উল্লেখ করা হয়েছে।